ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

খাইবারে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জানুয়ারি ১৯, ২০১৬
খাইবারে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি নিরাপত্তা চেকপোস্টের কাছে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দশ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন নিরাপত্তাকর্মী।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) দেশটির পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খাইবার প্রদেশের কারখানো বাজারের কাছে জামরুদ এলাকায় অবস্থিত নিরাপত্তা চেকপোস্টটিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাপিটাল সিটি পুলিশ (সিসিপিও) অফিসার মুবারক জেব খান।

তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের ধরন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে টিভি ফুটেজে দেখা গেছে বিস্ফোরণের পরে আশপাশে থাকা যানবাহনে আগুন লেগে যায়।

আহতদের উদ্ধার করে হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পুলিশ বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে।

এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত পাকিস্তানের কোনো জঙ্গি গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে অতীতে পাকিস্তানের ওই এলাকাটি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদাসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর আস্তানা হিসেবে ব্যবহৃত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচএস/আরআই

** পাকিস্তানে পুলিশ চেকপোস্টে হামলা, ৬ নিরাপত্তাকর্মী নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।