ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

থাইল্যান্ডে রেস্টুরেন্টে গ্রেনেড হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
থাইল্যান্ডে রেস্টুরেন্টে গ্রেনেড হামলা, নিহত ১

ঢাকা: থাইল্যান্ডের সংখলা প্রদেশের একটি রেস্টুরেন্টে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। এতে এক নারী নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছেন।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, সোমবার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে সংখলা প্রদেশের দিপহা এলাকার সই সাওন সৈকতের পাশে অবস্থিত কাম কারাওকি নামে একটি রেস্টুরেন্টে গ্রেনেড হামলা হয়। এ সময় পরপর দু’টি গ্রেনেড বিস্ফোরিত হয়। দ্বিতীয় গ্রেনেডটি প্রথম গ্রেনেড থেকে ১০ মিটার দূরে বিস্ফোরিত হয়।

এদিকে, এই ঘটনায় স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো পর্যটকদের মুয়াংগ, হাত ইয়াই, দিপহা, সাবাওই, চানা ও নাথাই এবং আশপাশের পর্যটন স্পটগুলোতে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে।

হামলার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন সংখলা পুলিশ প্রধান।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
আরএইচএস/জেডএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ