ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

হত্যা মামলা থেকে খালাস পেলেন মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, জানুয়ারি ১৮, ২০১৬
হত্যা মামলা থেকে খালাস পেলেন মোশাররফ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০০৬ সালে এক বেলুচ বিদ্রোহী নেতাকে হত্যার অভিযোগ থেকে খালাস পেয়েছেন দেশটির সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফ।

সোমবার (১৮ জানুয়ারি) দেশটির এক আইনজীবীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জান‍ায়।



খবরে বলা হয়, সোমবার দেশটির আদালত সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে আনা সব অভিযোগ নাকচ করে তাকে খালাস দিয়েছেন।

বেলুচিস্তানের রাজনৈতিক নেতা আকবর বাগতি ২০০৬ সালের ২৬ আগস্ট এক সেনা অভিযানে নিহত হন। ওই সময় সামরিক সরকারের শাসক ছিলেন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।

এরপর বিভিন্ন সময় পারভেজ মোশাররফের বিরুদ্ধে বাগতিকে হত্যার অভিযোগ আনা হয়।

এছাড়া ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টো হত্যা মামলারও আসামি এই সাবেক সেনা শাসক। তার বিরুদ্ধে একই বছরে জরুরি অবস্থা জারির জন্য রাষ্ট্রদ্রোহ মামলাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।