ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

জার্মানিতে সুইমিংপুলে অভিবাসী পুরুষ প্রবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
জার্মানিতে সুইমিংপুলে অভিবাসী পুরুষ প্রবেশে নিষেধাজ্ঞা ছবি: সংগৃহীত

ঢাকা: নারীদের যৌন হয়রানি করার অভিযোগে জার্মানির একটি শহরে অভিবাসী পুরুষদের পাবলিক সুইমিংপুলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

শুক্রবার (১৫ জনুয়ারি) দেশটির বর্নহেইম শহরের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, শহরটির একটি সুইমিংপুলে অভিবাসীদের দ্বারা যৌন হয়রানি চেষ্টার শিকার ৬ নারী সম্প্রতি একটি অভিযোগ করেছেন।

এর ভিত্তিতে, এখানকার সব সুইমিংপুলে ১৮ বছরের বেশি বয়সের অভিবাসী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর মাধ্যমে অভিবাসী পুরুষদের এই বার্তা দেওয়া হলো যে, জামার্নিতে নারী অধিকার অলঙ্ঘনীয়, যোগ করেন তিনি।

এ বিষয়ে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম দেশটির একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইংরেজি নববর্ষের আগের রাতে জার্মানির বিভিন্ন শহরে নারীদের ওপর যৌন নিপীড়নের কয়েকশ’ অভিযোগ পাওয়া গেছে। যার বেশির ভাগ ঘটনার সঙ্গে আরব ও উত্তর আফ্রিকান অভিবাসীরা জড়িত। এর ফলে অভিবাসী বিষয়ে দেশটিতে উত্তেজনা বাড়ছে।

২০১৫ সালে বিভিন্ন দেশ থেকে জার্মানিতে ১.১ মিলিয়ন মানুষ অভিবাসনের জন্য আবেদন করেছে।

বাংলাদেশ সময়: ০৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।