ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সৌদি-ইরান সংকট সমাধানে মধ্যস্থতায় ইচ্ছুক ইরাক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
সৌদি-ইরান সংকট সমাধানে মধ্যস্থতায় ইচ্ছুক ইরাক ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরব ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে সংকট সমাধানে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ করেছে ইরাক। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ দু’টির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার দিন কয়েক পর বুধবার (৬ জানুয়ারি) ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম আল জাফারি এ ইচ্ছে প্রকাশ করেন।



বাগদাদে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন জাফারি। এসময় তার সঙ্গে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফ।

জাফারি বলেন, আঞ্চলিক এই দুই প্রভাবশালী দেশের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলছে, তার মধ্যস্থতা করতে ইরাক আগ্রহ প্রকাশ করছে।

এসময় ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন, অচলাবস্থা নিরসনে আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তেহরান কোনো ধরনের অস্থিতিশীলতা চায় না।

গত ২ জানুয়ারি সৌদিতে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ঘটনার জেরে ৩ জানুয়ারি শিয়া অধ্যুষিত ইরানের রাজধানীতে সৌদি দূতাবাস ও দেশটির মাশহাদ শহরের কনস্যুলেটে হামলা চালানো হয়।

ঘটনার প্রতিক্রিয়ায় এরইমধ্যে সুন্নি অধ্যুষিত কয়েকটি মুসলিম দেশ ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। এই অচলাবস্থার প্রেক্ষিতে যুদ্ধবিধ্বস্ত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাব দিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।