ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পাঠানকোট হামলার দায় স্বীকার করলো জঙ্গিগোষ্ঠী ‘হাইওয়ে স্কোয়াড’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, জানুয়ারি ৪, ২০১৬
পাঠানকোট হামলার দায় স্বীকার করলো জঙ্গিগোষ্ঠী ‘হাইওয়ে স্কোয়াড’ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে হাইওয়ে স্কোয়াড নামের অচেনা এক জঙ্গিগোষ্ঠী। সোমবার সন্ধ্যায় ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করে।



ভারতের টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে জানানো হয়, পাকিস্তানি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত ইউনাইটেড জিহাদ কা‌উন্সিল ভুক্ত জঙ্গিগোষ্ঠী হাইওয়ে স্কোয়াড এই হামলার দায় স্বীকার করেছে।

তবে কোনো নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
আরআই

** পাঠানকোটে সর্বশেষ জঙ্গিকেও হত্যার দাবি ভারতীয় সেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।