ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

ইরানে সৌদি দূতাবাসে হামলায় আটক ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
ইরানে সৌদি দূতাবাসে হামলায় আটক ৪০ ছবি : সংগৃহীত

ঢাকা: ইরানে সৌদি আরবের দূতাবাসে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৪০ জনকে আটক করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।

রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী।

নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে রোববার (৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দেয়।

কর্তৃপক্ষ বলছে, হামলায় সন্দেহভাজনদের শনাক্ত করে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ দেওয়া হবে জানিয়েছেন দেশটির প্রসিকিউটর আব্বাস জাফরি দলাতাবাদি।

সন্ত্রাসী হামলা ও এসবের পরিকল্পনায় জড়িত বলে দোষী সাব্যস্ত করে শনিবার (২ জানুয়ারি) ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব সরকার। এদের মধ্যে বিখ্যাত শিয়া নেতা নিমর আল নিমরও রয়েছেন। ২০১১ সালে সৌদি সরকারের বিরুদ্ধে বিক্ষোভে জড়িত সন্দেহে আটক হন তিনি।

এ খবর ছড়িয়ে পড়ার পর শিয়া অধ্যুষিত ইরানে প্রতিবাদের ঝড় ওঠে। এক পর্যায়ে উত্তেজিত জনতা তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালায়। এ ঘটনায় রিয়াদ ও তেহরানের মধ্যে বাকযুদ্ধ চরমে পৌঁছাচ্ছে।

এরইমধ্যে রিয়াদকে হুঁশিয়ারি দেওয়ার পর ফের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী বলেছেন, ‘ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করায় সৌদি আরবকে ‘ঐশ্বরিক প্রতিশোধের’ মুখোমুখি হতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৬
এমএ/এইচএ

** তেহরানে সৌদি দূতাবাসে হামলা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।