ঢাকা, সোমবার, ২৯ আশ্বিন ১৪৩১, ১৪ অক্টোবর ২০২৪, ১০ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ১৫

ঢাকা: নাইজেরিয়ায় মাইদুগুরিতে বোকো হারাম জঙ্গিদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (২৮ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

খবরে জানানো হয়, প্রথমে রকেট ও গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। পরে বেশ কয়েকটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। নাইজেরিয়া বাহিনীর অভিযানে অন্তত ১০ আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।