ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

সৌদিতে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন নারীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
সৌদিতে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন নারীরা ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন নারীরা। শুধু তাই নয়, এবারই প্রথম কোনো নির্বাচনে নারীরা প্রার্থী হওয়ারও সুযোগ পেয়েছেন।

তবে এ নির্বাচন কোনো জাতীয় নির্বাচন নয়। পৌরনির্বাচনে এই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন নারীরা। তারপরও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

শনিবার (১২ ডিসেম্বর) সৌদি আরবের বিভিন্ন এলাকায় পৌরনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ২১০০ কাউন্সিল আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা। অতিরিক্ত ১০৫০টি আসন বাদশাহর অনুমোদনক্রমে সংযুক্ত করা হয়েছে।

এ নির্বাচনে ৯৭৮ জন নারী বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন। এছাড়া ৫ হাজার ৯৩৮ জন পুরুষ প্রার্থীও রয়েছেন।

নারী প্রার্থীদের পর্দার আড়াল থেকে অথবা কোনো পুরুষ প্রতিনিধির মাধ্যমে তাদের প্রচারণা চালাতে হয়েছে।

এদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে ১ লাখ ৩০ হাজার নারী ভোট দেবেন বলে নিবন্ধন করেছেন। তবে এ সংখ্যা পুরুষদের তুলনায় নগন্য। প্রায় ১৩ লাখ ৫০ হাজার পুরুষ নির্বাচনে ভোট দেবেন বলে নিবন্ধন করেছেন।

কর্তৃপক্ষ বলছে, বাদশা আব্দুল্লাহর সদিচ্ছার কারণেই নারীরা এবার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলেন। গত জানুয়ারিতে মৃত্যুর আগে তিনি দেশের সুরা কাউন্সিলে ৩০ জন নারী সদস্য নিয়োগ করেন।

নারী ভোটারদের মধ্যে প্রথম ভোটাধিকার প্রয়োগ করেন সালমা আল-রাশেদ। এর মাধ্যমে সৌদি আরবের ইতিহাসেরও অংশ হয়ে গেছেন তিনি। কারণ সৌদি আরবের ইতিহাসে তিনিই প্রথম নারী ভোটার।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালমা আল-রাশেদ একটি সংবাদমাধ্যমকে বলেছেন, দারুন লাগছে। ‘পরিবর্তন’ অনেক বড় একটা শব্দ।

সৌদি আরবে নির্বাচন খুবই বিরল একটি ঘটনা। শনিবারের নির্বাচনসহ দেশটিতে এ পর্যন্ত মোট তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলো। এর আগে ১৯৬৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ৪০ বছরে দেশটিতে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ