ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

ফ্রান্সে রেকর্ড পরিমাণ কোকেন জব্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ফ্রান্সে রেকর্ড পরিমাণ কোকেন জব্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলে একটি কার্গো জাহাজ থেকে রেকর্ড পরিমাণ কোকেন জব্ধ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। জব্ধকৃত কোকেনের পরিমাণ ২.৪ টন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



‘দ্য ক্যারিব পাম’ নামে মালদোভার পতাকাবাহী জাহাজটি কলম্বিয়া থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছিলো।

ফ্রান্সের অর্থমন্ত্রীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, উত্তরাঞ্চলীয় ক্যালাইস উপকূলের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ জাহাজটি আটক করা হয়। এরপর এতে তল্লাশি চালিয়ে এ পরিমাণ কোকেন জব্ধ করা হয়।

ফ্রান্সের ইতিহাসে এটি সবচেয়ে বড় কোকেনোর চালান জব্দের ঘটনা বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী মিচেল সাপিন। এর বাজার মূল্য ৭৬ লাখ মার্কিন ডলার (১ ডলার সমান ৭৮ ‍টাকা) বলে জানান তিনি।

ওই ঘটনার পর কাস্টমস কর্মকর্তারা জাহাজটি ভালো করে তল্লাশি চালাচ্ছেন। এছাড়া জাহাজের ১২ ক্রু কাস্টমস কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন। তারা টার্কিশ ও ইউক্রেনের নাগরিক বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ০৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।