ঢাকা, রবিবার, ১২ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মীরে কারফিউ এর মেয়াদ বাড়ানো হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৮, জুলাই ৯, ২০১০
কাশ্মীরে কারফিউ এর মেয়াদ বাড়ানো হয়েছে

শ্রীনগর: কাশ্মীরে আজ শুক্রবার আবারও কারফিউ এর মেয়াদ বাড়িয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদীরা স্থানীয় লোকজনকে হত্যার প্রতিবাদে নতুন করে বিক্ষোভের হুমকি দিলে এ ঘোষণা দেওয়া হয়।



নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে বলেন, “শুক্রবার দিনটিকে সহিংসতামুক্ত রাখার উদ্দেশ্যে আমরা কারফিউ এর মেয়াদ বৃদ্ধি করেছি। ”

কাশ্মিরের উত্তরের কুপওয়ারা ও হান্দওয়ারা, দক্ষিণের কাকপুরা ও পুলওয়ামা এবং পূর্বের গান্ধেরবালে নতুন করে কারফিউ জারি করা হয়। এছাড়া সোপুর, শ্রীনগর ও অনন্তনাগের মতো সহিংসতাপূর্ণ এলাকায় কড়াকড়ি অব্যাহত রয়েছে।

এদিকে, এক মাসেরও কম সময়ে এই অঞ্চলে ১৫ জন বেসামরিক লোক হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় পুলিশ ও আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে।

গত ১১জুন শ্রীনগরে পুলিশের ছোড়া টিয়ার শেলের আঘাতে ১৭ বছর বয়সী এক ছাত্র নিহত হয়। সেদিন থেকে প্রতিটি মৃত্যুর পরপরই নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।