ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৮, জুন ১৫, ২০২৫
মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ মোহাম্মদ বিন সালমান ও মাসুদ পেজেশকিয়ান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (১৪ জুন) ইরনার খবরে এমনটি জানানো হয়েছে।

পেজেশকিয়ান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোরদারে কাজ করছি। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা যখন কিছু অর্জনের কাছাকাছি পৌঁছেছি, জায়নিস্টরা (ইসরায়েল) প্রতিনিয়ত সেটি বাধাগ্রস্ত ও ধ্বংস করেছে।

সৌদি আরব-ইরানের মধ্যে সম্পর্কোন্নয়ন প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, তেহরান-রিয়াদ সম্পর্ক আগের তুলনায় এখন অনেক উন্নত। আঞ্চলিক স্বার্থেই এই সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।

বহু বছর বৈরিতার পর ২০২৩ সালে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয় সৌদি আরব ও ইরান। এরপর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে দৃশ্যমান।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।