টানা দ্বিতীয় রাতের মতো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের বিমান বাহিনী রোববার জানায়, রাতভর রাশিয়া ২৯৮টি ড্রোন এবং ৬৯টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এটিকে যুদ্ধ শুরুর পর অন্যতম বড় আকাশ হামলা বলে উল্লেখ করেছে তারা। খবর আল জাজিরার।
ইউক্রেনের বিমানবাহিনী টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানায়, ইউক্রেনের অধিকাংশ অঞ্চল শত্রুপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২টি এলাকায় শত্রুপক্ষের বিমান হামলার ঘটনা রেকর্ড করা রয়েছে। ভূপাতিত ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন অন্তত ১৫টি এলাকায় পড়েছে।
ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, রাজধানী কিয়েভে অন্তত চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।
দেশটির জরুরি সেবা সংস্থা জানিয়েছে, ঝিটোমির অঞ্চলে ৮, ১২ ও ১৭ বছর বয়সী তিন শিশু নিহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে আরও একজন নিহত হয়েছেন।
খেমেলনিতস্কি অঞ্চলে হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের উপ-প্রধান সের্হেই তিউরিন। তিনি আরও জানান, হামলায় বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা বলেন, গত কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় রুশ বিমান হামলা। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী রাতের আঁধারে ইউক্রেনের ছোড়া ১১০টি ড্রোন ভূপাতিত করেছে।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানান, রাজধানীর আকাশসীমায় এক ডজনেরও বেশি ড্রোন উড়ছিল।
আরএইচ