ভারত শাসিত জম্মু-কাশ্মীরের রাজৌরি, পুঞ্চ ও জম্মু জেলায় পাকিস্তানের হামলায় শনিবার (১০ মে) ভোরে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
রাজৌরি জেলার অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপা ও তার দুই কর্মচারী হামলায় গুরুতর আহত হন।
তাদের দ্রুত রাজৌরি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে থাপা তার আঘাতের কারণে মারা যান বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক্স হ্যান্ডলে লেখেন, রাজৌরি থেকে এক মর্মান্তিক খবর এসেছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা আজ প্রাণ হারালেন। এই ভয়াবহ প্রাণহানিতে আমি শোকাহত ও বাকরুদ্ধ। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।
এদিকে ভারতের অপারেশন সিঁদুরের বদলা হিসাবে পাকিস্তান অপারেশন বুনইয়ান-উন-মারসুস শুরু করেছে। ভারত আর পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে হামলা হয়েছে।
আরএইচ