ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

সুইডেন উপকূলে রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি ভ্লাদিমির!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, মে ৩০, ২০২৩
সুইডেন উপকূলে রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি ভ্লাদিমির!

২০১৯ সালে নরওয়েতে একটি বেলুগা তিমির খোঁজ পাওয়া যায়। গলার ব্যান্ড দেখে বলা হয়েছিল, তিমিটি রাশিয়ার নৌবাহিনী দ্বারা প্রশিক্ষিত।

এবার সেই তিমিটির দেখা পাওয়া গেল সুইডেনের উপকূলে।

চলতি সপ্তাহের রোববার তিমিটিকে সুইডেনের দক্ষিণ-পশ্চিম উপকূলের হুনেবোস্ট্র্যান্ডে পর্যবেক্ষণ করা হয়েছিল।

ওয়ানহোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্টিয়ান স্ট্র্যান্ড বলেন, ‘তিমিটি তার প্রাকৃতিক পরিবেশ থেকে খুব দ্রুত দূরে চলে যাচ্ছিল। আমরা জানি না কেন সে এখনই এত দ্রুত গতি বাড়িয়েছে। ’

তিনি বলেন, বেলুগা একটি খুব সামাজিক প্রজাতির তিমি। হতে পারে সে অন্য বেলুগা তিমিগুলোর সন্ধান করছে।

স্ট্র্যান্ড বলেন, ধারণা করা হচ্ছে তিমিটি ১৩-১৪ বছর বয়সী। নরওয়েয়িনরা তাকে ‘ভ্লাদিমির’ নাম দিয়েছে। রাশিয়ার সঙ্গে যোগসূত্র থাকা এই নামটি দেওয়া হয়।

নরওয়ের আর্কটিকে যখন তিমিটি প্রথম দেখা গিয়েছিল, তখন দেশটির মৎস্য অধিদপ্তরের সামুদ্রিক জীববিজ্ঞানীরা তার গলা থেকে একটি মানব-নির্মিত ব্যান্ড সরিয়ে দিয়েছিলেন।

ধারণা করা হয়, তিমিটি রাশিয়ান গুপ্তচর হিসেবে কাজ করছে। যদিও নরওয়ের এমন ধারণার কোনো উত্তর দেয়নি রাশিয়া।

সূত্র- দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।