ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

গুগল স্ট্রিট ভিউ নিয়ে স্পেনের অভিযোগ

শাহেদ কামাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০
গুগল স্ট্রিট ভিউ নিয়ে স্পেনের অভিযোগ

শুরু থেকেই সমালোচনা কুড়াচ্ছে গুগল এর স্ট্রিট ভিউ সেবা। সম্প্রতি এ সেবা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে স্পেন।

গুগল স্ট্রিট ভিউ সেবার অন্তরালে পাচার হওয়া তথ্যগুলোর বিষয়ে তদন্তের জোর দাবি জানিয়েছে স্পেন।

অভিযোগ আছে, স্ট্রিট ভিউ সেবার মাধ্যমে গুগল বিশ্বের ৩০টিরও বেশি দেশের অরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্ক থেকে তথ্য সংগ্রহ করেছে। নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যাপিডানিকা গুগলের স্ট্রিট ভিউ নিয়ে এ অভিযোগ দাখিল করে।

গুগল সূত্র জানিয়েছে, এ মুহূর্তে তারা স্ট্রিট ভিউ এর মাধ্যমে সংগৃহীত তথ্যগুলো পর্যবেক্ষণ করছে। তারা স্পেন কর্তৃপক্ষের সব রকম কৌতূহলের জবাব দিতেও প্রস্তুত আছে। তাছাড়া স্ট্রিট ভিউ এর আওতাহীন যে তথ্যগুলো তারা সংগ্রহ করেছে তা গুগল মুছে ফেলবে বলে জানিয়েছে।

এ মুহূর্তে একই অভিযোগে ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়া গুগলের স্ট্রিট ভিউ সেবার উপর কঠোর নজরদারি করছে। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রেও স্ট্রিট ভিউ সেবার উপর নজরদারি অব্যাহত আছে।

বাংলাদেশ স্থানীয় সময় ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।