ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

নতুন অ্যাসার অ্যাস্পায়ার ‘ভি নাইট্রো’ গেমিং নোটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
নতুন অ্যাসার অ্যাস্পায়ার ‘ভি নাইট্রো’ গেমিং নোটবুক

ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোরআই৫ এবং কোরআই৭ প্রসেসর সমৃদ্ধ অ্যাসার অ্যাস্পায়ার ভি নাইট্রো সিরিজের গেমিং নোটবুক এসেছে দেশের আইটি মার্কেটে।

‘ভিএন সেভেন’ মডেলের এই নোটবুকটি এনেছে অ্যাসার’র বাংলাদেশ পরিবশেক এক্সিকিউটিভ টেকনোলজিস।



পণ্যটিতে যুক্ত বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে আছে ৪ জিবি ৠাম, ১ টিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, কার্ড রিডার, ব্লুটুথ, ওয়াইফাই, এবং জেনুইন উইন্ডোজ ৮.১।

১৫.৬ ইঞ্চি পর্দার এই নোটবুকে এছাড়া রয়েছে সর্বাধুনিক এনভিডিয়া জিফোরস জিটিএক্স ৮৫০এম ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড।

এতে চারটি স্পিকারসহ চতুর্থ প্রজন্মের ডলবি হোম থিয়েটার অডিও এবং মনোরম লাল রঙের ব্যাকলিট কিবোর্ড রয়েছে।

অসাধারন কার্বন ফিনিশের এই পণ্যে আরও আছে ইন্টেলের সর্বাধুনিক রিয়েল-সেন্স থ্রিডি ক্যামেরা, ইনফ্রা-রেড ক্যামেরা। এর ব্যাটারি ব্যাকআপ ৭ ঘণ্টা।

কোরআই৫ এর দাম ৬১,৮০০ টাকা ও ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ এর সর্বোচ্চ মুল্য ৬৬,৮০০ টাকা এবং  ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সমৃদ্ধ কোরআই৭ নোটবুকের দাম পড়বে ৭৫,৮০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।