ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

কম্পিউটার প্রোগ্রামারদের জন্য ‘জাপানে চাকুরি বিষয়ক’ সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
কম্পিউটার প্রোগ্রামারদের জন্য ‘জাপানে চাকুরি বিষয়ক’ সেমিনার

জাভা, সি এবং পিএইচপি প্রোগ্রামারদের জন্য জাপানে সরাসরি চাকুরি বিষয়ক সেমিনারের আয়োজন করেছে ড্যাফোডিল-জাপান আইটি লিমিটেড (ডিজেআইটি)।

২ জানুয়ারি (শুক্রবার) ধানমন্ডির সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়াম ও ডিজিটাল ল্যাবে পৃথকভাবে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।



উল্লেখ্য, কম্পিউটার ও আইটি বিষয়ে অধ্যয়নরত বা গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা “সি অথবা জাভা প্রোগ্রামিং সেমিনার এবং যারা পিএইচপি প্রোগ্রামিংয়ে অভিজ্ঞ তারা পিএইচপি” সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিষ্ঠার পর থেকেই ডিজেআইটি জাপানসহ উন্নত বিশ্বে বাংলাদেশের আইটি শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে উন্নত প্রশিক্ষণ এবং ভাষা শিক্ষার কাজ করে আসছে।

সম্প্রতি জাপানের বেশ কিছু কোম্পানি বাংলাদেশের আইটি শিক্ষার্থী এবং আইটি সেক্টরে কর্মরত অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের সরাসরি বাছাই পরীক্ষার মাধ্যমে বেশ কিছু কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

এই সুযোগকে সামনে রেখেই ডিজেআইটির এই উন্মুক্ত সেমিনার।

সেমিনারে অংশগ্রহনে ইচ্ছুকরা বিস্তারিত জানতে পারবে এই লিংকে - www.djit.ac।   আর সরাসরি যোগাযোগে: “০১৭১৩৪৯৩২৮২”।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।