ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

ভারত

চার দিনের কন্যাশিশুকে ৪ লাখ টাকায় বিক্রির চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
চার দিনের কন্যাশিশুকে ৪ লাখ টাকায় বিক্রির চেষ্টা!

চার দিন বয়সী এক কন্যামিশুকে চার লাখ টাকায় বিক্রি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছেন ৪ জন। ভারতের উত্তর ২৪ পরগনার হাবড়ায় এ ঘটনা ঘটেছে।

 

ভারতের পত্রিকা আজতক জানিয়েছে, লাবনী দাস ও হাফিজা খাতুন নামে দুই নারী একটি শিশুকে বিক্রি করতে আসছেন বলে খবর পায় পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে শিশুটি হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন।  

পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই নারী আগেও একাধিক শিশু বিক্রির ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বলে স্বীকার করেছেন।  

তারা আরও জানিয়েছেন, শিশুটি বামুনগাছি এলাকার মর্জিনা খাতুন ও কবীর মণ্ডলের। তাদের আরও চারটি সন্তান রয়েছে। সন্তান হওয়ার সমস্ত খরচ করেন অভিযুক্ত লাবনী। বারাসাতের একটি বেসরকারি নার্সিংহোমে বেনামে ভর্তি হয়ে গর্ভবতী মহিলা সেখানেই সন্তান প্রসব করেন। চার লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিল শিশুটির মা মর্জিনা বিবিকে। পরে মর্জিনা ও কবীরকেও গ্রেফতার করা হয়।

এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।