ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ভারত

১৫ দিনের সফরে ভারতে সন্তু লারমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ৫, ২০২৩
১৫ দিনের সফরে ভারতে সন্তু লারমা

কলকাতা: পশ্চিমবঙ্গের কলকাতায় এসেছেন বাংলাদেশের আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

শুক্রবার (৫ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জানা গেছে, পরলোকগত বাবা-মার শান্তি কামনার জন্য তার এ ভারত সফর। তিনি ১৫ দিনের মতো ভারতে অবস্থান করবেন।

তিনি কলকাতা বিমানবন্দর সংলগ্ন তেঘরিয়ায় লিচুবাগানে এক ব্যক্তির বাসায় উঠেছেন। যদিও সেই ব্যক্তি জানিয়েছেন তার আসল বাড়ি ত্রিপুরায়। লারমা কলকাতায় দুদিন অবস্থান করবেন।

লারমা জানিয়েছেন, কলকাতা থেকে বিহারের বুদ্ধ গয়ায় যাবেন। পরলোকগত বাবা-মার শান্তি কামনায় সেখানে তিনি ক্রিয়াচার করবেন। সেখান থেকে কলকাতায় ফিরবেন।

তবে এদিন তিনি বাংলাদেশ বিষয়ক একটি কথাও বলেননি। এ ১৫ দিনে ভারতের কোথায় কোথায় যাবেন সে বিষয়ে মুখ খোলেননি তিনি।

জানা গেছে, ১৫ দিন ভারত সফরে কলকাতা, বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাবেন সন্তু লারমা। তবে সে রাজ্যগুলোয় কেন যাবেন তা নিয়ে কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মে ০৫, ২০২৩
ভিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।