ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

স্বাস্থ্য

মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান

মাদারীপুর: মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

সোমবার (২৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দালালচক্রের সদস্যরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত অফিসের সহকারী পরিচালক মো. আকতারুজ্জামান জানান, জেলা সদর হাসপাতালে রোগীদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে এবং প্রতারিত করা হচ্ছে বিষয়টি দুদকের জরুরি ১০৬ নম্বরে কল দিয়ে অভিযোগ জানান এক রোগী। পরে প্রধান কার্যালয়ের নির্দেশনায় সদর হাসপাতালে অভিযানে আসেন মাদারীপুর জেলা কার্যালয়ের দুদকের কর্মকর্তা।  

এ সময় দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দালালচক্র।  

তিনি আরো জানান, অভিযান চলাকালে রোগীদের সঙ্গে অসদাচরণ, কেবিন ও সিট পেতে উৎকোচ গ্রহণ, অফিস টাইমে চিকিৎসক না থাকাসহ হাসপাতালের বেশকিছু ত্রুটি পাওয়া গেছে। যা ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে সুপারিশ করা হবে। রোগীদের মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।