ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

স্বাস্থ্য

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সন্ধ্যা ৭টায় 

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ সন্ধ্যা ৭টায় 

ঢাকা: ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল রোববার (৪ এপ্রির) সন্ধ্যা ৭টায় প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি শেষ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

রোববার (৪ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। এ ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা সচিব আলী নুর।

জানা যায়, মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর তা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) দেওয়া হবে। এরপর পরীক্ষার্থীরা সেখান থেকে ফল দেখতে পাবেন।

এর আগে শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৮৫৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন। যদিও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
পিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।