ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ স্বাস্থ্যঝুঁকিতে নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ স্বাস্থ্যঝুঁকিতে নেই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম/ছবি: বাংলানিউজ

গাজীপুর: মিয়ানমারের আরাকান রাজ্যে কোনো ক্লিনিক নেই, ন্যূনতম কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। তাদের দেশে নেই ভ্যাকসিন দেওয়ারও কোনো ব্যবস্থা। আমরা তাদের আশ্রয় দিয়েছি, খাওয়ার ব্যবস্থা করেছি, চিকিৎসা দিচ্ছি। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ স্বাস্থ্যঝুঁকিতে নেই।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে স্পেশলাইজড হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।  

তিনি বলেন, শুনেছি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এইচআইভি ভাইরাসসহ নানারকম জটিল রোগ রয়েছে।

তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে আশঙ্কা করছে রোহিঙ্গাদের মাধ্যমে জটিল রোগ ছড়িয়ে পড়বে। যাতে এসব রোগ ছড়িয়ে না পড়তে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ স্বাস্থ্যঝুঁকিতে নেই।  

জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নসহ বড় বড় শক্তি রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি করেছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের পরিচালক প্রফেসর ড. আফজালুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালের পরিচালক জায়েতুন ইবনে সোলায়মান, গাজীপুরের সিভিল সার্জন ডা. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭     
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।