ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পরীক্ষার্থীদের সুবিধার্থে হল পরিদর্শন করেননি নাসিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৬
পরীক্ষার্থীদের সুবিধার্থে হল পরিদর্শন করেননি নাসিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কর্মকর্তাসহ পরীক্ষা হল পরিদর্শনের রেওয়াজ এবারও এড়িয়ে চললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

দেশের অন্যান্য পাবলিক পরীক্ষায় দেখা যায় মন্ত্রীদের সঙ্গে সাংবাদিকরাও প্রবেশ করতেন।

কিন্তু গত বছর থেকে এক ঘণ্টাব্যপী এমবিবিএস পরীক্ষার হলে যাওয়া বন্ধ করেন নাসিম।

এ বিষয়ে মন্ত্রী বলেন, এক ঘণ্টার পরীক্ষায় আমি যদি দেখতে যাই তাহলে তাদের সমস্যা হবে। আমার পেছনে হয়ত ক্যামেরাম্যানরাও যাবেন। এর ফলে সেখানে শব্দ হবে, কথা-বার্তা হবে। যেখানে প্রতিটি সেকেন্ডের মূল্য অনেক। তাই আমি শুধুই শুভেচ্ছা জানাতে এখানে এসেছি।

শুক্রবার (০৭ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্রে শুভেচ্ছা জানাতে এসে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী নাসিম।

এদিন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় সকাল ১১টায়।

রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী এবারের এমবিবিএস-এ ভর্তি লড়াইতে অংশগ্রহণ করেন।

চলতি বছর এমবিবিএস’এর জন্য আসন সংখ্যা সরকারি কলেজে তিন হাজার ২১২ ও বেসরকারি কলেজে ছয় হাজার ২০৫টি। পরীক্ষার্থী সংখ্যা ৯০ হাজার ৪২৬ জন। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ স্বচ্ছতা ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। পরীক্ষার প্রশ্নপত্র বহন, পরীক্ষা গ্রহণ এবং উত্তরপত্র আনার সময় পর্যাপ্ত সংখ্যক ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৬
এমএন/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।