ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

স্বাস্থ্য

বসুন্ধরা চক্ষু হাসপাতালে নিখরচায় ৩৫ রোগীর অপারেশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, মে ২২, ২০২৫
বসুন্ধরা চক্ষু হাসপাতালে নিখরচায় ৩৫ রোগীর অপারেশন বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে নিখরচায় চোখের অপারেশন করা হচ্ছে | ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব-দুস্থ ৩৫ জন রোগীর নিখরচায় চোখের ছানি অপারেশন করা হয়েছে।  

বৃহস্পতিবার (২২ মে) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং মইন উদ্দিন-মুক্তার উদ্দিন ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে দিনব্যাপী এ অপারেশন অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক এবং ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি, প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান, ডা. জেরিন পারভীন ও ডা. নুসরাত লুবনা ইসলাম।

২০ জন নারী ও ১৫ জন পুরুষসহ মোট ৩৫ জন রোগীর অপারেশন করা হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারাদেশে নিখরচায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে তিন হাজার ৫৬৯ জন রোগীকে নিখরচায় অপারেশন করা হয়েছে।

এ ক্যাম্পটি গত বছরের ২২ অক্টোবর কিশোরগঞ্জের বাজিতপুরের খনারচর নয়াহাটি পুলের মোড়ে (মক্তব প্রাঙ্গণ) অনুষ্ঠিত হয়। প্রায় ৭০০ রোগী দেখে ১৬৫ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার সেখানকার দ্বিতীয় ব্যাচের ৩৫ জন রোগীর এ অপারেশন করা হয়েছে বলে জানান তিনি।

ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।