ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

ফুটবল

রিয়ালে আরও চার বছর টনি ক্রুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, মে ২০, ২০১৯
রিয়ালে আরও চার বছর টনি ক্রুস টনি ক্রুস-ছবি:সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সঙ্গে আরও চার বছর চুক্তির মেয়াদ বাড়ালেন টনি ক্রুস। নতুন চুক্তির ফলে ২০২৩ সালের জুন পর্যন্ত এই জার্মান মিডফিল্ডার সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন।

এর আগে ২০১৪ সালের জুলাইয়ে আড়াই কোটি ইউরোর বিনিময়ে রিয়ালে যোগ দেন ক্রুস। তিনি এখন পর্যন্ত দলের হয়ে একটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ১২টি শিরোপা জিতেছেন।

তবে ২০১৮-১৯ মৌসুমটা দলের মতো বিশ্বকাপজয়ী ক্রুসেরও বাজে কেটেছে। রিয়ালের শিরোপাহীন পুরো মৌসুমে একবারও জালের দেখা পাননি তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।