ইন্টার মায়ামির স্প্যানিশ লেফট-ব্যাক জর্দি আলবা পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার নিজের ইন্সটাগ্রাম পোস্টে এই ঘোষণা দেওয়ার পর থেকেই ফুটবল বিশ্বে আলোচনার ঝড় উঠেছে।
সের্হিও বুসকেতসের অবসরের ঘোষণার পরপরই আলবার এই সিদ্ধান্ত বার্সেলোনার স্বর্ণযুগের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটাল, যে অধ্যায়ের তিন তারকা- মেসি, বুসকেতস ও আলবা পুনর্মিলিত হয়েছিলেন ইন্টার মায়ামিতে। তাদের মধ্যে বুসকেতস ও আলবা চলতি মৌসুম শেষে অবসরে যাচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুব সাধারণ এক বার্তায় আলবা তার অবসরের কথা জানান। তিনি লেখেন, ‘ধন্যবাদ, ফুটবল, তোমাকে অনেক ধন্যবাদ। ’
আলবার এই পোস্টে তার দীর্ঘদিনের বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি এক আবেগঘন মন্তব্য করেন। মেসি লেখেন, ‘তোমাকে ধন্যবাদ, জর্দি। আমি তোমাকে খুব মিস করব। এতগুলো বছর একসঙ্গে কাটানোর পর মাঠের বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখাটা অদ্ভুত লাগবে... ভাবা যায় না এতগুলো বছর তুমি আমাকে কতগুলো অ্যাসিস্ট করেছ... এখন আমাকে ব্যাক পাস দেবে কে?’
বার্সেলোনা এবং ইন্টার মায়ামিতে এই জুটি একসঙ্গে ৪১৩টি ম্যাচ খেলেছে। তাদের জুটি এতটাই অপ্রতিরোধ্য ছিল যে, মাঠের বাঁ প্রান্ত থেকে আলবার সহায়তায় মেসির গোল করাটা ছিল এক নিয়মিত দৃশ্য। আলবা তার ক্যারিয়ারে মেসিকে ৩৩টি গোলে সহায়তা করেছেন। মেসির গোল প্রাপ্তিতে তার চেয়ে বেশি সহায়তা করেছেন কেবল লুইস সুয়ারেস (৬০), দানি আলভেস (৪২) এবং আন্দ্রেস ইনিয়েস্তা (৩৭)।
বার্সেলোনায় শুরু হওয়া তাদের এই জুটি মেজর লিগ সকারে ইন্টার মায়ামিতেও অটুট ছিল। ক্যারিয়ারের শেষ দিকে এসেও তাদের বোঝাপড়া ছিল আগের মতোই দুর্দান্ত।
গত বছর সিবিএস স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আলবা ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেন, ‘আমি জিততে জিততে ক্লান্ত হই না। আমি জিততে ও প্রতিদ্বন্দ্বিতা করতে ভালোবাসি। এই উত্তেজনা না থাকলে আমি এখানে আসতাম না। বার্সেলোনাতেই থাকতাম, বাড়িতে বসে থাকতাম, ফুটবল খেলতাম না। ’
তিনি আরও যোগ করেন, ‘সুযোগটা খুব আকর্ষণীয় ছিল। আমি লিও (মেসি) এবং বুসির (বুসকেতস) সঙ্গে আবার খেলতে চেয়েছিলাম এবং এখন লুইসও (সুয়ারেজ) এসেছে। এই বিষয়গুলোই আমাকে এখানে আসার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করেছে। ’
আলবার বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সাফল্য। বার্সেলোনার হয়ে তিনি ছয়টি লা লিগা শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। যদিও তার পরিকল্পনা ছিল ২০২৭ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার, তবে বর্তমান মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন এই স্প্যানিশ তারকা।
এমএইচএম