ক্যারিয়ারজুড়ে অসংখ্য গোল-অ্যাসিস্ট। তবে ছিল না কোনো ট্রফি।
গতকাল রাতে বুন্ডেসলিগায় ফ্রেইবুর্কের মাঠে ২-২ গোলে ড্র করে লেভারকুজেন। দুই গোলে পিছিয়ে পড়ার পর ৮২ ও ৯৩তম মিনিটে নিজেদের সমতায় ফেরায় গতবারের চ্যাম্পিয়নরা। এতে ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করে তারা। আর ৮ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন। আর দুই রাউন্ড বাকি থাকায় লেভারকুজেনের শীর্ষে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে চ্যাম্পিয়ন হয় বায়ার্ন।
জার্মানির শীর্ষ এই লিগে ৩৪টি শিরোপা জিতেছে বায়ার্ন। তাদের ধারে কাছেও নেই কোনো ক্লাব। একইসঙ্গে প্রথম মৌসুমে দায়িত্ব নিয়েই শিরোপার স্বাদ পেয়েছেন ভিনসেন্ট কোম্পানি। যদিও তার কোচিং নিয়ে প্রশ্ন উঠেছিল। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর।
তবে কোম্পানি থেকে কেইনের জন্য গুরুত্বপূর্ণ ছিলো এই শিরোপা। ইংল্যান্ডের হয়ে গত দুইটি ইউরোর ফাইনালে গিয়ে স্বপ্নভঙ্গ হয় তার। জিততে পারেননি শিরোপা। এছাড়া ক্লাব ফুটবলে টটেনহ্যামের হয়েও এমন স্মৃতি রয়েছে তার। তিনটি ফাইনালে হারতে হয় তাদের। এছাড়া ২০১৬-১৭ মৌসুমে প্রিমিয়ার লিগে দলটি হয় দ্বিতীয়।
শিরোপার আশায় বায়ার্নে পাড়ি জমালেও লেভারকুজেন সেটি হতে দেয়নি। গত মৌসুমে খরায় থাকতে হলেও এই মৌসুমে মুকুট পুনরুদ্ধার করেছে বায়ার্ন। একইসঙ্গে প্রতীক্ষাও শেষ হয় কেইনের। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে ২৯ ম্যাচে ২৪ গোল করেন ইংলিশ এই স্ট্রাইকার।
আরইউ