ঢাকা, বৃহস্পতিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ মে ২০২৪, ১৪ জিলকদ ১৪৪৫

বিনোদন

‘প্রাণে মেরে ফেলা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
‘প্রাণে মেরে ফেলা ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল’ জেসমিন ভাসিন

‘বিগ বস’-এ অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন জেসমিন ভাসিন। আবার এই প্রতিযোগিতা থেকে বের হতেই হারিয়ে গিয়েছিলেন অন্ধকারে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন জেসমিন।

‘বিগ বস’-এ অংশগ্রহণ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল জেসমিনের জীবনে। দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার হন তিনি।

এ বিষয়ে জেসমিন বলেন, ট্রোলিংয়ের কথা তো বাদই দিলাম। বিগ বস থেকে বের হওয়ার পর আমাকে জঘন্য ভাষায় আক্রমণ করা হচ্ছিল। এমনকী প্রাণে মেরে ফেলার এবং ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়। কিন্তু কেন? শুধু মাত্র ওই শোয়ে আমাকে ওদের পছন্দ ছিল না বলে এতো হেনস্থার শিকার হতে হলো!

ইন্ডাস্ট্রিতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন জেসমিন। তাকে দেখা গেছে একাধিক সিনেমা, ধারাবাহিকে। রিয়্যালিটি শোয়ে এসে এমন অভিজ্ঞতা হবে, তা তিনি ভাবতেও পারেননি।  

জেসমিনের কথায়, আমি গুরুতর সমস্যার সম্মুখীন হয়েছি। আমার মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি চিকিৎসকদের সাহায্য নিয়ে তা কাটিয়ে উঠি। পরিবার এবং বন্ধুদেরও পাশে পেয়েছি।

২০১১ সালে তামিল সিনেমা ‘বনম’ দিয়ে অভিনয়ে জেসমিনের হাতেখড়ি হয়। এর পর ‘দিল সে দিল তক’, ‘দিল তো হ্যাপি হ্যায় জি’, ‘নাগিন ৪’র মতো ধারাবাহিকে দেখা যায় তাকে। একটি পাঞ্জাবি সিনেমাতেও কাজ করেছেন জেসমিন।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।