ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ওমরাহ হজে যাচ্ছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, ডিসেম্বর ৩০, ২০১৯
ওমরাহ হজে যাচ্ছেন পূর্ণিমা চিত্রনায়িকা পূর্ণিমা

পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা। সোমবার (৩০ ডিসেম্বর) তিনি মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ছেন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে পূর্ণিমা জানান, প্রথমবারের মতো হজ পালনের উদ্দেশে মক্কা যাচ্ছেন তিনি। সোমবার বিকেলের ফ্লাইটে ঢাকা ছাড়বেন।

 

সবার কাছে দোয়া চেয়ে পূর্ণিমা বলেন, যেন সহি সালামতে হজ পালন করে আবার ফিরে আসতে পারি।

পূর্ণিমা বলেন, এর আগে অনেকবার যাব যাব করেও হয়ে ওঠেনি। এবার সময় বের করেছি। ওমরা পালনের জন্য আট-নয় দিন মক্কা ও মদিনায় থাকবো।

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে আবার চলচ্চিত্রে কাজ শুরু করবেন বলে জানান পূর্ণিমা।  

তিনি বলেন, ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ নামে দুটি চলচ্চিত্রের সামান্য কাজ বাকি আছে। ওমরাহ থেকে ফিরে বাকি কাজ শেষ করবো। কারণ অভিনয় আমার পেশা। এটা ছাড়া সম্ভব না।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৯
আরএ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।