ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

মেয়ে নাইসার অভিনয়ের বিষয়ে যা বললেন কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, সেপ্টেম্বর ১৮, ২০২৫
মেয়ে নাইসার অভিনয়ের বিষয়ে যা বললেন কাজল

বলিউডের তারকা দম্পতি অজয় দেবগণ এবং কাজলের কন্যা নাইসা। বর্ণিল জীবনযাপন আর পার্টির কারণে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে তার নাম।

মা-বাবার মতোই কি বলিউডে পা রাখবেন এই তারকা সন্তান? নাকি বেছে নেবেন অন্য কোনো পেশা? এমন প্রশ্ন অনেকের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানের জীবনের সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন কাজল। যেখানে কাজলকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কখনও তার সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করার বিষয়ে চিন্তায় থাকেন?

এ প্রসঙ্গে কাজল বলেন, না, আমি কখনও এরকম চাপ অনুভব করিনি। আমার মনে হয় প্রতিটি মানুষের তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমার মনে হয় আমার সন্তানরা যথেষ্ট বুদ্ধি রাখে। আর আমি নিজেও তাদের একটা সময় পর্যন্ত কীভাবে নিজের জীবনের সিদ্ধান্ত নিতে হয় সে বিষয়ে শিখিয়েছি। কাজেই আমার কাজ আমি করেছি। আমার ধারণা তারা সেভাবেই পথ চলবে।

বলিউডে একাধিক নতুন মুখের আবির্ভাব ঘটেছে নির্মাতা করণ জোহরের হাত ধরে। তাদের অনেকেই এখন অভিনয়ে নিয়মিত মুখ। তবে বহু ক্ষেত্রেই দাবি উঠেছে, করণ তারকা সন্তানদের বেশি প্রাধান্য দেন। এমনকি অনেকে এও বলেছেন যে বলিউডে নেপোটিজমের রমরমাও তার হাত ধরে।  

কাজলকে জিজ্ঞেস করা হয়, করণ জোহর কি কখনও তাকে ফোন করেছেন নাইসাকে বলিউডের সিনেমাতে অভিনয়ের জন্য? এ প্রসঙ্গে কাজল বলেন, ১-২টি ফোন এসেছে। যেরকম সবার কাছেই ফোন যায় সেরকমভাবেই সেই ফোনগুলো এসেছে। কিন্তু আমার বিশ্বাস এই মুহূর্তে আমার মেয়ে কোনওভাবেই অভিনয়ে আসবে না। যদি তার মনে হয় কখনও যে সে অভিনয় করবে তাহলে সে নিশ্চয়ই আমাদের জানাবে এবং আমরাও মা-বাবা হিসেবে তার ইচ্ছা-অনিচ্ছাকে প্রাধান্য দেব।

যদিও এর আগে কাজল ও অজয় দেবগণ দু’জনেই জানিয়েছিলেন যে তাদের মেয়ের বলিউডে পা রাখার কোনও আগ্রহ নেই। সম্প্রতি সুইজারল্যান্ডের গ্লিওন ইন্সটিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্নাতক হয়েছেন নাইসা চলতি বছরের জুলাইতে। আগামীতে কাজলকন্যা বলিউডে পা রাখেন কিনা এখন সেটাই দেখার।

উল্লেখ্য, ১৯৯৪ সালে ‘গুন্ডারাজ’ সিনেমায় কাজের সময় কাজল ও তার সহশিল্পী অজয় দেবগনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই প্রেমিক যুগল ১৯৯৯ সালের ২৪শে ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০৩ সালে এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় মেয়ে নাইসা। এরপর সাত বছর পর ২০১০ সালে পুত্র সন্তানের জন্ম দেন কাজল, নাম রাখা হয় যুগ। বর্তমানে দুই সন্তানকে নিয়ে কাজল-অজয়ের সুখের সংসার।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।