ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

‘তুফান’ সিনেমার ফার্স্ট লুকে হাজির ফারহান আখতার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, সেপ্টেম্বর ৩০, ২০১৯
‘তুফান’ সিনেমার ফার্স্ট লুকে হাজির ফারহান আখতার

বলিউড অভিনেতা-পরিচালক ফারহান আখতার অভিনীত নতুন সিনেমা ‘তুফান’। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। এতে দেখা যাচ্ছে, সুঠাম দেহের অধিকারী ফারহান বক্সিং রিংয়ের ভেতরে অনুশীলনে ব্যস্ত রয়েছেন।

এই অভিনেতা টুইটারে ফার্স্ট লুক পোস্টারটি শেয়ার করে লেখেন, ‘তুফান উঠবে!! সিনেমার ফার্স্ট লুক। ২০২০ সালের ২ অক্টোবর এটি মুক্তি পেতে যাচ্ছে।

’ 

সিনেমাটি পরিচালনা করছেন রাকেশ ওম প্রকাশ মেহরা। ফারহানের সঙ্গে এটি তার দ্বিতীয় সিনেমা। এর আগে ২০১৩ সালে ‘ভাগ মিল্কা ভাগ’ সিনেমায় তারা প্রথম একসঙ্গে কাজ করেছিলেন। সিনেমাটি বেশ প্রশংসিত হয়।

চলতি বছর আগস্টে ‘তুফান’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার আগে ফারহান দীর্ঘদিনের প্রস্তুতি নিয়েছেন। চরিত্রের প্রয়োজনে প্রস্তুতি নিতে লম্বা সময় জিমে কাটিয়েছেন ৪৫ বছর বয়সী এই অভিনেতা-নির্মাতা।  

এতে একজন বক্সারের চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যাবে। তবে ‘ভাগ মিল্কা ভাগ’র মতো স্পোর্টস সিনেমাটি কারও বায়োপিক নয়। এতে আরও অভিনয় করবেন নন্দিত অভিনেতা পরেশ রাওয়াল।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।