ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

আ’লীগের মনোনয়নপত্র জমা দিলেন অপু বিশ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
আ’লীগের মনোনয়নপত্র জমা দিলেন অপু বিশ্বাস আ’লীগের মনোনয়নপত্র জমা দিচ্ছেন অপু বিশ্বাস

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (২০ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনয়নপত্রটি জমা দেন বড় পর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অপু বিশ্বাস বাংলানিউজকে বলেন, রোববার বিকেল ৩টার দিকে মনোনয়নপত্র জমা দিয়েছি।

আমি মনোনয়নপ্রত্যাশী নই, আমি কাজের সুযোগপ্রত্যাশী। আমাদের মমতাময়ী মা ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে। আমিও আগে থেকেই নারী ও শিশুদের উন্নয়নের পক্ষে কাজ করেছি। আপা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করবো।

প্রায় ১৫ বছর ধরে অপু বিশ্বাস সিনেমার সঙ্গে যুক্ত আছেন। অভিনয় করেছেন ৮০টিরও বেশি সিনেমায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে আওয়ামী লীগের হয়ে সরাসরি প্রচারণা চালাতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।