ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

মিলনের ‘এক অন্তরের ভালোবাসা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
মিলনের ‘এক অন্তরের ভালোবাসা’ মোহাম্মদ মিলন

আধুনিক গানের পাশাপাশি ফোক গান করেও প্রশংসা কুড়িয়েছেন মিলন। এবার তিন গানের একটি ইপি অ্যালবাম তৈরি করেছেন এ তরুণ। সব গানের সুরকারও তিনিই।

‘সখি ভালোবাসা কারে কয়’, ‘চুপিচুপি’, ‘ডানাকাটা পরী’, ‘একটু একটু করে তুমি’- এমন কয়েকটি জনপ্রিয় গানের সংগীতশিল্পী মোহাম্মদ মিলন। সুরকার হিসেবেও এখন নিয়মিত কাজ করছেন তিনি।

তার সুরে গেয়েছেন কুমার বিশ্বজিৎ, দিলরুবা খান, ন্যানসি, ইমরানসহ জনপ্রিয়রা।

আধুনিক গানের পাশাপাশি ফোক গান করেও প্রশংসা কুড়িয়েছেন মিলন। এবার তিন গানের একটি ইপি অ্যালবাম তৈরি করেছেন এ তরুণ। সব গানের সুরকারও তিনিই। তার কথায়, ‘আমাদের শ্রোতারা মেলোডি সুরই বেশি পছন্দ করেন। তাই গানগুলো তৈরিতে মেলোডিকে প্রাধান্য দিয়েছি। ’

অ্যালবামটির নাম রাখা হয়েছে ‘এক অন্তরের ভালোবাসা’। এই শিরোনামের একটি গান রয়েছে। বাকি দুটি হলো ‘আষাঢ় শ্রাবণ’ এবং ‘মন পাখি’। তিনটিরই কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীতায়োজনে এমএমপি রনি। কিছুদিনের মধ্যে সিডি চয়েস  বাজারে আনবে ‘এক অন্তরের ভালোবাসা’।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।