ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের নির্মিত সিনেমা ‘ফেরেশতে’ ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকে আলোচনার জন্ম দিয়েছে। গেল ১৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পায়।
শো-টাইমও বেশ জমজমাট- লায়ন সিনেমাসে দুপুর ১২টা ৩০ মিনিট, বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ২০ মিনিটে; ব্লকবাস্টারে সকাল ১১টা ৫০ মিনিট, দুপুর ২টা ৪০ মিনিট, বিকেল ৪টা ৫৫ মিনিট ও রাত ৭টা ৩৫ মিনিটে; আর স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিট ও রাত ৮টায়।
প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক বলেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র ব্যবসা করা ছিল না। আমরা মূলত চেয়েছিলাম একটি ভালো গল্পের সিনেমা উপহার দিতে। দর্শকরাই পারেন একটি সিনেমাকে প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে এগিয়ে নিতে। সৌভাগ্যবশত দর্শকদের কাছ থেকে আমরা সেই প্রত্যাশিত সাড়া পেয়েছি, যার ফলে দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি চলছে। পূজার এই সময়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলে আমার বিশ্বাস।
বাংলাদেশ ও ইরান যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘ফেরেশতে’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। তার বিপরীতে আছেন সুমন ফারুক। সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প।
নির্মাণের পর থেকেই সিনেমাটি আন্তর্জাতিক বিভিন্ন উৎসবে ঘুরে বেড়িয়েছে। ইরানের মর্যাদাপূর্ণ ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য সিনেমাটি জিতে নেয় জাতীয় পুরস্কার। ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও হয়েছে প্রশংসিত। বিদেশি চলচ্চিত্রপ্রেমীদের হাততালি কুড়ানোর পর এবার দেশের দর্শকের সামনে হাজির হচ্ছে সিনেমাটি।
এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী।
এনএটি