ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র এখন অনলাইনে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩০, নভেম্বর ১৬, ২০১৬
সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে প্রামাণ্যচিত্র এখন অনলাইনে দৃশ্য: ‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’

বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৪৫টি গানের সংকলন নিয়ে গত ১০ আগস্ট প্রকাশিত হয় চারটি সিডি। এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেখানো হয় তার জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র। এবার এটি উন্মুক্ত করা হয়েছে সাধারণ দর্শকদের জন্য।

বরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৪৫টি গানের সংকলন নিয়ে গত ১০ আগস্ট প্রকাশিত হয় চারটি সিডি। এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেখানো হয় তার জীবনের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র।

এবার এটি উন্মুক্ত করা হয়েছে সাধারণ দর্শকদের জন্য।

‘দ্য লিজেন্ড সৈয়দ আব্দুল হাদী’ নামের প্রামাণ্যচিত্রটি এখন দেখা যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স-এ (banglaflix.com.bd)। শিল্পীর ব্যক্তি ও কর্মজীবন নিয়ে ৩৫ মিনিট ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন সাদাত হোসাইন। বাংলা ঢোলের প্রযোজনায় এতে রয়েছে তার অনেক অজানা দিক।

এদিকে চারটি সিডিতে প্রকাশিত হাদীর গানগুলো ৪৬৪৬ নম্বরে ডায়াল করে শোনা যাচ্ছে। পাশাপাশি বাজারে পাওয়া যাচ্ছে অ্যালবাম। অচিরেই তার একাধিক গানের ভিডিওচিত্র প্রকাশ হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।