ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ভিডিওতে পড়শির পরানের কথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
ভিডিওতে পড়শির পরানের কথা পড়শি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইউটিউবে উন্মুক্ত হলো গানটির ভিডিওচিত্র। এর জন্য প্রতীক্ষা ছিলো পড়শি ভক্তদের।

প্রথমবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়েছেন তিনি।

পড়শি কণ্ঠে তুলেছেন ‘আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো’। এর সংগীতায়োজন করেছেন সন্ধি। ভিডিওতে মডেল হয়েছেন পড়শি নিজেই, সঙ্গে আছেন তৌহিদ আবির রাজকুমার। ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান। একদিনে গানটি দেখা হয়েছে প্রায় ১০ হাজার বার। অচিরেই এটি দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে।

রবীন্দ্রসংগীত গাওয়া প্রসঙ্গে পড়শি বলেন, ‘সব ধরনের গানই করি। ছোটবেলা থেকে শিখেছি রবীন্দ্রসংগীতও। কিন্তু রেকর্ড করা হয়নি। বেড়ে ওঠার পর রবীন্দ্রসংগীত সেভাবে শেখা হয়নি। তবে কবিগুরুর গানের প্রতি ভালোবাসা আছে। সেই ভালোবাসা থেকেই গানটি করেছি। ’

এদিকে পড়শি আরেকটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিতে যাচ্ছেন। এর সংগীতায়োজন করবেন হৃদয় খান। গানটি ব্যবহার করা হবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত অ্যানিমেটেড ছবি ‘ডিটেকটিভ’-এ।  

* পড়শির কণ্ঠে ‘আমার পরান যাহা চায়’ গানের ভিডিও :

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।