ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

তৃতীয় সন্তানের বাবা হলেন আরফিন রুমি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, অক্টোবর ২৩, ২০২৫
তৃতীয় সন্তানের বাবা হলেন আরফিন রুমি

আলোচিত সংগীতশিল্পী আরফিন রুমি আবারো বাবা হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সময় সকাল সাড়ে ৭টায় তার স্ত্রী কামরুন নেসা পুত্রসন্তান জন্ম দেন।

ছেলের নাম রেখেছেন কিয়ান আরফিন আরহান।

তৃতীয়বারের মতো পুত্রসন্তানের বাবা হওয়ার খবরটি রুমি নিজেই জানিয়েছেন। এ গায়ক বলেন, আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত। মা ও ছেলে দুজনেই ভালো আছে। সবার কাছে দোয়া চাই, আমার ছোট্ট কিয়ানের জন্য।

এরপর থেকে সামাজিকমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভাসছেন রুমি। নেটিজেনদের পাশাপাশি সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন এই শিল্পীকে।  

রুমি ও কামরুন নেসা দম্পতির আরেকটি পুত্রসন্তান রয়েছে। রুমির দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা, এর আগে লামিয়া ইসলাম নামে এক নারীর সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। সেই সংসারেও একটি পুত্রসন্তান রয়েছে। তৃতীয় সন্তানের আগমনে রুমি ও তার পরিবারে আনন্দের হাওয়া বইছে।  

এদিকে গানেও ব্যস্ত হতে চাইছেন আরফিন রুমি। সম্প্রতি এফডিসিতে সেট বানিয়ে নতুন একটি গানের ভিডিওর শুটিং করেছেন। ‘প্রেমের রেডিও’ শিরোনামের এই গানের কথা লিখেছেন সাগর, সুর ও সংগীত পরিচালনায় আছেন ফরহাদ। গানটি রুমির সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন স্বর্ণা।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।