ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

প্রথমবার একসঙ্গে বাপ্পারাজ ও দীঘি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, অক্টোবর ২১, ২০২৫
প্রথমবার একসঙ্গে বাপ্পারাজ ও দীঘি

দীর্ঘদিন পর ‘বিদায়’ নামের নতুন সিনেমায় অভিনয় করছেন এক সময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের এই সিনেমায় দেখা যাবে চিত্রতারকা প্রার্থনা ফারদিন দীঘিকেও।

দুই প্রজন্মের এই দুই তারকা প্রথমবার একসঙ্গে কোন সিনেমায় অভিনয় করছেন।

ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে সুনামগঞ্জে। নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা শুটিং চলবে।

জানা গেছে, দেশে দৃশ্যধারণ শেষে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশেও কিছু অংশের শুটিং হবে। মূলত, প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে যাওয়াকে কেন্দ্র করেই সিনেমার গল্প।

বাপ্পারাজ ও দীঘিসহ বেশ কিছু তারকা নিয়ে ‘বিদায়’ সিনেমা নির্মিত হচ্ছে। এতে চেয়ারম্যানের ভূমিকায় দেখা যাবে বাপ্পারাজকে।  

সিনেমাটি সম্পর্কে এই অভিনেতা জানান, আপাতত প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথা বলা নিষেধ আছে। তবে শুটিং শেষ করে এ মাসের শেষ দিকে কথা বলতে পারবেন।

শুটিংয়ে আরও যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু। সিনেমাটি আগামী ঈদ বা অন্য যেকোনো সময়ের জন্য তৈরি করা হচ্ছে বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।