বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর বলিউডের মাদককাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। এই সময়ের অভিনেত্রী সারা আলি খান, দীপিকা পাড়ুকোনসহ একাধিক তারকাকে জেরা করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।
এবার সংস্থাটির পক্ষে মাদকবিরোধী প্রচারের মুখ হিসেবে দেখা গেল তুমুল জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটকে। অভিনেত্রীর ভিডিও বার্তা প্রকাশ্যে আসার পর থেকেই কটাক্ষের ঝড় শুরু হয়েছে সামাজিকমাধ্যমে। পাল্টা পদক্ষেপ নিয়েছে এনসিবিও।
সম্প্রতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চণ্ডীগড় শাখা সামাজিকমাধ্যমে এক্স হ্যান্ডেলে আলিয়া ভাটের একটি ভিডিও শেয়ার করে মাদকবিরোধী ক্যাম্পেইনের জন্য। সেখানেই মাদকমুক্ত ভারতের ডাক দিতে দেখা যায় অভিনেত্রীকে।
আলিয়াকে বলতে শোনা যায়, মাদকাসক্তি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য ভয়ঙ্কর সমস্যা। মাদককে না বলুন, আর আপনার জীবনকে বেছে নিন। আসুন আমরা মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযানে এনসিবিকে সমর্থন করি।
সেখানে অভিনেত্রী আরও বলেন, ভিডিওর নিচে দেওয়া লিংকে গিয়ে বা কিউআর কোড স্ক্যান করে মাদকের বিরুদ্ধে ই-শপথ নিতে পারেন এবং এভাবেই এনসিবির এই উদ্যোগে যোগ দিতে পারেন।
আলিয়ার ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই একের পর এক কটাক্ষের বার্তা ধেয়ে আসে অভিনেত্রীর দিকে। কেউ অভিনেত্রীকে আগে নিজের ঘর সামাল দেওয়ার পরামর্শ দেন। কেউ বা আবার বলেন, ‘বলিউড মাদক নিয়ে সচেতনতা ছড়াচ্ছে, ভাবা যায়!’ কেউ কেউ বলিউড তারকাদের মাদকযোগের দাবিও তোলেন।
এদিকে, সামাজিকমাধ্যমে লাগাতার কটাক্ষের কারণে পাল্টা পদক্ষেপ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোও। ট্রোলের মুখে পড়ে আলিয়া ভাটের ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
এদিকে, আলিয়া ভাটকে সবশেষ দেখা গিয়েছিল ভাসান ভালার ‘জিগরা’ সিনেমায়। সামনে সঞ্জয় নীলা বানসালি নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ এবং যশরাজ ফিল্মসের ‘আলফা’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
এনএটি
Alia Bhatt joins hands with NCB to spread the message of a #DrugsFreeBharat #NashaMuktBharat #azadifromdrugs pic.twitter.com/blY2Jnxifq
— Narcotics Control Bureau Chandigarh (@ncbchandigarh) August 14, 2025