রিয়েলিটি শো ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি’র বিচারক হলেন ছোট পর্দার নির্মাতা মো. ফাহাদ। বিবাহিত ও অবিবাহিত স্থূলকায় নারীদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয়েছে ‘মিস এন্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো’-এর গালা রাউন্ড।
শুক্রবার (১১ জুলাই) রাজধানীর নিউ বেইলী রোডের গাইড হাউজে অনুষ্ঠিত এই আয়োজন।
মিস এন্ড মিসেস প্লাস বিউটি রিয়েলিটি শো (সিজন-২) এর সেরা বিজয়ী নির্বাচিত হন অনন্যা খান। এছাড়া প্রথম রানার আপ লাকী চন্দ, দ্বিতীয় রানার আপ হয়েছেন মাফিয়া বর্ষা।
জানা যায়, দীর্ঘদিন ধরে হাজার হাজার প্রতিযোগীদের মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর ৭০জন প্রতিযোগীকে বাছাই মূল পর্বের জন্য নেওয়া হয়। এদেরকে নিয়ে বিভিন্ন গ্রুমিং-এর মাধ্যমে অভিনয়, র্যাম্প শো, উচ্চারণ, নৃত্য শিখানোসহ যাবতীয় ট্রেনিং করানোর সেখান থেকে বিভিন্ন রাউন্ড শেষে সেরা ১০-জনকে গালা রাউন্ডের জন্য মনোনীত করা হয়। আর এই ১০জন থেকে গালা রাউন্ডে বিচারকগণ পারফর্মেন্স-এর মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি বিবেচনায় নিয়ে সেরা ৩জন নির্বাচিত করেছেন।
এই আয়োজনে বিচারক প্যানেলে ছিলেন নির্মাতা মো. ফাহাদ। তিনি বলেন, সাংস্কৃতিক অঙ্গনে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজনটি দারুণ কার্যকর। যেই প্ল্যাটফর্মের মাধ্যমে নারীরা তাদের মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। সাধারণত স্থূলকায় হলে আমাদের সমাজে বাঁকা চোখে দেখা হয়, সেই জায়গা থেকে মানুষের দৃষ্টিভঙ্গি ঘুরাতে এই আয়োজনটি অধিকন্তু ফলপ্রসু হবে। ’
অনুষ্ঠানে বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা আঁচল আঁখি, নাট্যকার রাজীব মণি দাস, ফ্যাশন ডিজাইনার রুমি করিম, ড্যান্স কোরিওগ্রাফার ইউসুফ খান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি অঙ্গনের গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীগণ।
এনএটি