ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

১৭ বছরের সংসার ভাঙার পর নতুন প্রেমে অভিনেত্রী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, মে ২৫, ২০২৫
১৭ বছরের সংসার ভাঙার পর নতুন প্রেমে অভিনেত্রী!

মার্কিন অভিনেত্রী জেসিকা আলবার প্রায় ১৮ বছরের সংসার ভেঙে গেছে। চলতি বছরের জানুয়ারিতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই তথ্য জানান তিনি।

সাবেক স্বামী ক্যাশ ওয়ারেনের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই নতুন প্রেমে জড়িয়েছেন ‘ফ্যান্টাস্টিক ফোর’ খ্যাত এই অভিনেত্রী।  

সম্প্রতি লন্ডনের রিজেন্টস পার্কে এক পুরুষের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে জেসিকাকে। দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়, তারা দু’জন হাত ধরে হাঁটছিলেন। মাঝে মাঝে আলিঙ্গনও করছিলেন। এমনকি ডেক চেয়ার ভাড়া নিয়ে পাশাপাশি বসে চুম্বন করতেও দেখা যায় তাদের।  

এদিন জেসিকার পরনে ছিল কালো জ্যাকেট ও বেসবল ক্যাপ। আর সেই ব্যক্তির গায়ে ছিল ডার্ক হুডি ও সাদা টুপি। পার্কের গোলাপ বাগানের পাশে হাঁটার সময় জেসিকার হাত ধরে কাছে টেনে নেন। সেই মুহূর্তই যেন স্পষ্ট ইঙ্গিত দেয় যে নতুন সম্পর্কের শুরু হয়ে গেছে।

২০০৪ সালে ‘ফ্যান্টাস্টিক ফোর’ সিনেমার সেটে পরিচয় হয়েছিল জেসিকা ও ক্যাশের। এরপর ২০০৮ সালে তারা বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে তিন সন্তান। এদেরমধ্যে অনারের ১৬, হেভেনের ১৩ ও হেইসের ৭ বছর বয়স।

জেসিকা ও ক্যাশ ওয়ারন চলতি বছরের জানুয়ারিতে নিজের ইনস্টাগ্রাম পোস্টে এক যৌথ বিবৃতি প্রকাশ করেন। সেখানে তারা জানান, আর একসঙ্গে থাকছেন না তারা।

জেসিকা লেখেন, আমরা একসঙ্গে কাটানো সময়ের জন্য গর্বিত। তবে এখন সময় এসেছে আলাদা হয়ে নিজেদের নতুন যাত্রা শুরু করার। আমাদের সন্তানেরাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।