ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘আরও শক্তিশালী হয়ে ফিরব’ কেন বললেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, মে ১৫, ২০২৫
‘আরও শক্তিশালী হয়ে ফিরব’ কেন বললেন শ্রেয়া ঘোষাল শ্রেয়া ঘোষাল

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে মুম্বাইয়ের অনুষ্ঠান স্থগিত করেন করেন শ্রেয়া ঘোষাল। তবে কথা দিয়েছিলেন খুব শিগগিরই অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করা হবে।

সেই কথা রাখলেন শ্রেয়া। মুম্বাইয়ের অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করলেন ভারতের এই বাঙালি গায়িকা।

ইনস্টাগ্রাম পোস্টে শ্রেয়া জানান, ২৪ মে হবে স্থগিত হওয়া সেই অনুষ্ঠান। এই গায়িকা লেখেন, মুম্বাই, নতুন দিন ঘোষণা। ধন্যবাদ আপনাদের ভালোবাসা ও ধৈর্যের জন্য। যেমন কথা দিয়েছিলাম তেমনই আরও শক্তিশালী হয়ে ফিরব। ভালোবাসা এবং গান দিয়ে সকলের মনে শান্তি জোগাব। মাত্র কয়েকদিন পরই দেখা হচ্ছে।

বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল পহেলগাঁওতে সন্ত্রাসী হামলা হয়। এরপর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মাঝে গত ১০ মে মুম্বাইতে ছিল শ্রেয়ার কনসার্ট। তবে দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে সেই সময় অনুষ্ঠান স্থগিত করে দেন গায়িকা।

ওই সময় শ্রেয়া জানান, শিগগিরই কনসার্টের নতুন দিনক্ষণ জানানো হবে। বর্তমানে দুই দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। তাই এবার ধীরে ধীরে ছন্দে ফেরার পালা। তাই আগামী ২৪ মে অনুষ্ঠানের নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পুরনো টিকিটেই দেখা যাবে শ্রেয়ার এই অনুষ্ঠানটি।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।