আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের জয়গান গাওয়ার দিন, অধিকার আদায়ের সাহসী মানচিত্র।
ভাত দে
আমজাদ হোসেন পরিচালিত এ সিনেমাতে ছুটি বেঁধে অভিনয় করেছিলেন আলমগীর ও শাবানা। সিনেমায় উঠে আসে বাবাহারা শাবানার বেঁচে থাকার সংগ্রাম। বাউল স্বামীর সংসারে অভাবের তারনায় অন্যের বাড়িতে শ্রম বেচে জীবনধারণ করেন তিনি। কাজ করতে গিয়ে তাকে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়।
পদ্মা নদীর মাঝি
কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হয় পদ্মা নদীর মাঝি সিনেমাটি। গৌতম ঘোষ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, চম্পাসহ অনেকে। প্রান্তিক মানুষের জীবনযাপন নিয়ে অনবদ্য এক সিনেমা এটি। এখানে শ্রমিক হিসেবে অন্যের নৌকায় মাছ ধরে বেড়ানো কুবেরসহ মাঝিদের বঞ্চিত হওয়ার গল্প ফুটে উঠেছে।
সারেং বউ
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের কালজয়ী উপন্যাস অবলম্বনে ১৯৭৮ সালে মুক্তি প্রাপ্ত সিনেমাটি নির্মাণ করেন আবদুল্লাহ আল মামুন। এই সিনেমায় আব্দুল জব্বারের গাওয়া 'ওরে নীল দরিয়া' গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের গল্পে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ফারুক, কবরী, ডলি চৌধুরীসহ আরও অনেকে। গ্রামের প্রভাবশালী মোড়লদের কাছে খেটে খাওয়া মানুষ কীভাবে শোষিত হয়েছে সেই গল্প সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়াও কাজের বেটি রহিমা, লাট সাহেবের মেয়ে, শ্রমিক নেতা, বিদ্রোহী গার্মেন্টস কন্যাসহ অনেক সিনেমায় বাংলার মেহনতি মানুষের সঙ্গে ঘটে যাওয়া নিষ্ঠুর গল্প তুলে ধরা হয়েছে।
এনএটি