ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

বিনোদন

কোক স্টুডিও বাংলায় ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, মে ২৫, ২০২৪
কোক স্টুডিও বাংলায় ওয়ারফেজের ‘অবাক ভালোবাসা’

‘তাঁতি’ গানের মাধ্যমে চলতি বছরের ১৩ এপ্রিল শুরু হয় কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। প্রথম গানের পর প্রকাশ পায় সুরকার ও সংগীতশিল্পী প্রীতম হাসানের সংগীত পরিচালনায় ‘মালো মা’ গানটি।

শনিবার (২৫ মে) প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল আরও একটি গান।

কোক স্টুডিও বাংলায় প্রথমবারের মতো পারফর্ম করেছে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ওয়ারফেজ। তারা নিয়ে এলো তাদের জনপ্রিয় গান ‘অবাক ভালোবাসা’।

অবাক ভালোবাসা গানটি ওয়ারফেজের দ্বিতীয় স্টুডিও অ্যালবামের টাইটেল গান। গানটি লিখেছিলেন বাবনা করিম। এবার সেই গানটিই কোক স্টুডিও বাংলার মঞ্চে আনছে ব্যান্ডটি।

এদিকে, নতুন সিজনে অর্ণব, ইমন চৌধুরী ও মেঘদলসহ বেশ কিছু পরিচিত মুখকে নতুন গান নিয়ে ফিরতে দেখা যাবে। এ ছাড়া প্রথমবারের মতো কোক স্টুডিও বাংলায় গাইবেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদসহ নতুন কয়েকজন শিল্পী।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।