ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

বিনোদন

দেশের যেসব হলে চলবে ‘অ্যানিমেল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
দেশের যেসব হলে চলবে ‘অ্যানিমেল’

বলিউডের আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’ বাংলাদেশেও মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর)। প্রথমদিনে প্রদর্শিত হবে মাল্টিপ্লেক্স সিনেমা হলগুলোতে।

এরপরের দিন থেকে সিঙ্গেল স্ক্রিনেও চলবে সিনেমা।

তবে বুধবার (০৬ ডিসেম্বর) থেকেই সবগুলো মাল্টিপ্লেক্সের অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। বিষয়টি জানিয়েছেন পরিবেশক অনন্য মামুন।  

এদিকে আরেক পরিবেশক কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু জানিয়েছেন, দেশের ৪৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।  

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বিনাকর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় ‘অ্যানিমেল’। বিষয়টি জানিয়ে গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু বলেছিলেন, গ্লোবাল সংস্করণ (বিশ্বব্যাপী প্রদর্শনের জন্য) নয়, বাংলাদেশে মুক্তি পাবে ইউএই সংস্করণ (সংযুক্ত আরব আমিরাত বা আরব দেশের সংস্করণটি) চলবে।  

পিতা-পুত্রের ভালোবাসা ও দ্বন্দ্বের গল্পে ‌‘অ্যানিমেল’ নির্মাণ করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এতে রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা। অভিনয়ে আরও আছেন অনিল কাপুর, ববি দেওল প্রমুখ।

এদিকে ভারত ও বিশ্বজুড়ে ‘অ্যানিমেল’ সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ তুঙ্গে। বক্স অফিসে এটি রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। ১ ডিসেম্বর মুক্তির পর মাত্র পাঁচ দিনে এর বৈশ্বিক টিকিট বিক্রি ছাড়িয়েছে ৪৮১ কোটি রুপি।  

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।