ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

উত্তরের সংরক্ষিত নারী আসনের বিজয়ীরা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, ফেব্রুয়ারি ২, ২০২০
উত্তরের সংরক্ষিত নারী আসনের বিজয়ীরা  ঢাকা উত্তর সিটি করপোরেশন

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এদের মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলরের নামও হয়েছে৷

বিভিন্ন ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনের বিজয়ীরা হলেন 
১২ নং ওয়ার্ডে রোখসানা আলম 
৬ নং ওয়ার্ডে সামসুন নাহার 
১৩ নং ওয়ার্ডে নিলুফার ইয়াসমিন ইতি
১১ নং ওয়ার্ডে শাহিন আক্তার সাথী 
২ নং ওয়ার্ডে সালিহা আক্তার শীলা 
১৪ নং ওয়ার্ডে কামরুন নাহার 
১৮ নং ওয়ার্ডে কমলা রানী মুক্তা 
১৫ নং ওয়ার্ডে সেলিনা আক্তার 
৮ নং ওয়ার্ডে মিতু আক্তার 
৭ নং ওয়ার্ডে আমেনা বেগম
১০ নং ওয়ার্ডে হামিদা আক্তার মিতা 
৪ নং ওয়ার্ডে শিখা চক্রবর্তী।  


এবার প্রথমবারের মতো বিভক্ত ঢাকার দুই সিটিতে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম।
এদিকে ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিএনপি প্রার্থীদের অভিযোগ, সাংবাদিকদের ওপর হামলা, ইভিএম বিভ্রাট, এজেন্ট ঢুকতে না দেওয়া, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

অন্যদিকে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রোববার (০২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
ইইউডি/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।