ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

চরফ্যাশনের ৩ ইউপিতে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৫, ডিসেম্বর ২৮, ২০১৭
চরফ্যাশনের ৩ ইউপিতে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে ভোলার চরফ্যাশনের তিন ইউনিয়নের বিএনপি প্রার্থীরা ভোট বর্জন করেছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নীল কমল ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী নওরোজ বাবুল তিন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন। বাকি প্রার্থীরা হলেন- আমিনাবাদ ইউনিয়নের গোলাম আকতার ও জিন্নাগর ইউনিয়নের ইমরান ভূঁইয়া।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে কিছু কিছু কেন্দ্রে মেম্বর প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সীমানা বিরোধের জের ধরে দীর্ঘদিন এ তিনটি ইউনিয়নের ভোট বন্ধ ছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।