ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

নির্বাচন ও ইসি

মিরপুর পৌরসভায় আরিফুরের জয়, ইসিকে গেজেট প্রকাশের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, মে ৪, ২০২৫
মিরপুর পৌরসভায় আরিফুরের জয়, ইসিকে গেজেট প্রকাশের নির্দেশ

ঢাকা: নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করে দীর্ঘ চার বছরের বেশি সময় পর কুষ্টিয়ার মিরপুর পৌরসভার মেয়র পদে জয় পেয়েছেন মো. আরিফুর রহমান। আদালত তাকে মেয়র ঘোষণার পাশাপাশি ১০ কার্যদিবসের মধ্যে গেজেট প্রকাশের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে।

রোববার (৪ মে) আদালতের রায়ের কপি আরিফুর রহমান ইসিতে জমা দিয়েছেন।

জানা গেছে, সম্প্রতি কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল নং-৪ এর যুগ্ম দায়রা জজ মো. আলমগীর হোসাইন এ রায় দেন। আদালতের রায়ে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৫৯(খ) বিধি অনুযায়ী আরিফুর রহমানের পক্ষে রায় দেওয়া হয়েছে।

রায়ে আরও বলা হয়েছে, ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র নির্বাচিত ঘোষণা বাতিল করা হলো। ওই নির্বাচনে 'মোবাইল' প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকেই যথাযথভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হলো।

একই সঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মিরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দেয় আদালত। গত ২৭ এপ্রিল এ আদেশ দেন আদালত।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, রায়ের কপি এখনো পাইনি। আদেশ পেলে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।