ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

সবার সেরা সিলেট বোর্ড, পেছনে বরিশাল

মাজেদুল নয়ন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২

ঢাকা: বুধবারের প্রকাশিত এইচএসসির ফলাফলে এবার সব বোর্ডকে পেছনে ফেলে সাফল্যের শীর্ষে অবস্থান করছে সিলেট বোর্ড। সিলেট বোর্ডে এবার পাসের হার ৮৫ দশমিক ৩৭।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৬৮।

আটটি সাধারণ বোর্ডের মধ্যে এবার পাসের হার সবচেয়ে কম বরিশাল বোর্ডে। এ বোর্ডে এবার পাসের হার ৬৬ দশমিক ৯৮ শতাংশ। গতবছর এ হার ছিল ৭১ দশমিক ১২ শতাংশ।

গতবছর সবচেয়ে খারাপ ফল করেছিল যশোর বোর্ড। এ বোর্ডে এবার পাসের হার ৬৭ দশমিক ৮৭। গতবার এ হার ছিল ৬৩ দশমিক ৩৭ শতাংশ।

গতবার সেরা বোর্ডের সাফল্য ছিল রাজশাহী বোর্ডের। এবার রাজশাহী বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৪। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক শূণ্য ১ শতাংশ।

সাফল্যের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৮১ দশমিক ০৮। গতবছর এ পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৯ শতাংশ।

এরপর রয়েছে দিনাজপুর বোর্ড। এ বোর্ড পাসের হার ৭৫ দশমিক ৪১ শতাংশ। গত বছর এ হার ছিল মাত্র ৬৬ দশমিক ১৮ শতাংশ।

চট্টগ্রাম বোর্ড ৭২ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী এবার উত্তীর্ণ হয়েছে। গত বছর এ হার ছিল ৭১ দশমিক শূণ্য ৩।

কুমিল্লা বোর্ডে এবার পাসের হার ৭৪ দশমিক ৬০। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৬৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০১২
এমএন/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।